Thursday, March 19, 2020

মানবিক পোস্ট

আমার সকল ফেসবুক ও হোয়াটস্যাপ বন্ধুদের সাবধানে থাকার পরামর্শ দিচ্ছি , এখন দূরে নয় আপন করে নিতে হবে সবাইকেই , আমি কিছু মানুষের সাথে কথা বলে দেখলাম তারা জীবনে হেরে যাওয়া মানুষ ওনারা বলছেন করোনা হয়ে মরলে বেঁচে যাবো , এই কথা শুনে আমার খুব এই খারাপ লাগলো , তাই সবাইকেই ইনবক্স এ বন্ধুর মতো সাবধানে থাকার পরামর্শ দিলাম বন্ধুর হাত বাড়িয়ে দিলাম .... আমরা যদি অসুস্থ বেক্তিকে উল্টো পাল্টা বলি তাহলে অন্যরা সেই ভয় হয়তো কিছু বলবে না কউকে , তাই বন্ধুর মতো বেবহার করুন , সতর্ক থাকুন সতর্ক করুন .... আপনার ব্যবহারই আপনার ও আপনার পরিবারের জীবন রাখা করতে পারবে .... আমি ধন্যবাদ জানাই পুলিশ , ডাক্তার , নার্স প্রমুখ ব্যক্তিবর্গকে , ওনারা নিজের জীবনের কথা না ভেবে যখন আমাদের সেবা করছেন আমরাও ওনাদের সাথে দেবো.... একসাথে করোনার বিরুদ্ধে লড়বো করোনা ও ডেঙ্গু মুক্ত সমাজ গর্ব ....

সৌজন্যে . thinking master Debasish paul 

No comments:

Post a Comment

ভবিষ্যতের আসার আলো

ভবিষ্যতের আসার আলো টাকা বাস্তব, টাকা থাকলেই সব থাকে, তাই যেমন ইচ্ছা ভাবে টাকা উপার্জন করছো ও টাকা জমাচ্ছ ভাবছো ভবিষৎ এ ভালো কাটাবে তা...