Add caption |
বেশিরভাগ ভারতীয়রা জন্মগত তিনটি ভাইরাস বহন করেবেড়ায় ১, লোভ ,২. হিংসা , ৩ অহংকার ,.... আর এই তিন ভাইরাস যতদিন আমাদের শরীরে থাকবে আমরা করোনা ভাইরাসের সঙ্গে মুকাবিলা করতেই পারবোনা .... ১, আমরা লোভের জন্যে লাভ খুঁজতে থাকি তাই , সুরক্ষার জন্যে 20 টাকার মাক্স 150 টাকায় বিক্রি করছি , ২. পাশের বাড়ির সাথে যখন আমার জন্মথেকেই হিংসা তাহলে ওদের বাড়িতে যদি করোনা হতো তাহলে তাহলে খুব এনজয় করতাম , ৩. ওসব করোনা আমার হবেনা ,তুইজানিস আমার কত পাওয়ার ? উপর থেকে নিচে সব যোগাযোগ আছে , কেউ ছুতে পারবে না বুজলি.....
উপরের এই থিংকিং গুলো কমবেশি সবার মধ্যেই দেখাযায় , দয়াকরে মানবিক হোন আসুন আমরা একত্রিত হয়ে কোরোনার বিরুদ্ধে লড়াইকরি , আমরা ভুলেযাই লোভ , হিংসা ও অহংকার সবাই সবাইকেই সাহায্যের হাত বাড়িয়েদি .... অযথা মিথ্যে গুজব ছড়াবেন না, আতংকিত হলে আমাদের শরীরের কার্যক্ষমতা কমতে পারে , এর ফলে ভাইরাস আক্রমণের প্রবণতা বেশি হতে পারে .... আমরা একহয়ে যদি লড়াই করি তো করোনা ভাইরাসের মুকাবিলা করতে পারবো .....
১. খাওয়ার আগে ভালোকরে হাত ধুয়েনিন .
২.অসিদ্ধ খাবার যতটা না খাবেন ততটাই ভালো .
৩.চিন্তা কমকরুন প্রাণ ভোরে হাসুন এতে আপনার হার্ট ভালোথাকবে রক্ত ফিল্টারিং ভালোহলে অনেক রোগ নিরাময় হয় ....
৪.বিশুদ্ধ জল পানকরুন .
৫. বাড়ির চারপাশে তুলসী , নিম গাছ লাগান কিছু .
৬. মশার উপদ্রপ কমান কীটনাশক ছাড়া ,(ভুল কীটনাশক ব্যবহারে অন্য প্রজাতি মারাগেলে বাস্তুতন্ত্র নষ্ট হবে )
ইত্যাদি
** যাদের হোটেল, রেটুরেন্ট, কাঁচা মাংস মাছ , সব্জি বিক্রিকরেন ওনাদের কাছে হাতজোড় করে অনুরোধ আপনারা দয়াকরে বাসি খাবার , নোংরা জল ব্যবহার , ইত্যাদি ভুল কাজগুলো কাস্টমার দের পিছনে করবেন .... কিছু টাকা লাভের জন্য আপনার একটু ভুল শেষ করে দিতে পারে আপনার নিজের পরিবার .... তাই মানবিক হোন সৎ পথে চলুন বিশ্বাস রাখুন আপনার ভালোহবেই .....
ধন্যবাদ
সৌজন্যে - Thinking Master Debasish Paul (এটি সচেতন মূলক লেখা , যা আমাদের চিন্তার পরিবর্তন করলে কি ভাবে আমরা বাঁচবো সেটাই বলা , এখানে কোনো জাতি , ধর্ম নিয়ে কোনো কথা বলাহয়নি , আমাদের ভাবনা নিয়েই বলাহয়েছে শুধু .... যদিও কারুর মনে কোনো আঘাত আনি ক্ষমা মার্জনীয় )
[সবাইয়ের ভাবনা পরিবর্তনের জন্য পোস্ট টি অবশ্যই শেয়ার করুন ]
No comments:
Post a Comment