Friday, March 20, 2020

করোনা থেকে বাঁচবো আর আমাদের নতুন জীবন শুরু করবো চিন্তা ধারা বদলাবো

যখন সারাবিশ্ব জুড়ে করোনার মহামারী চলছে তখন যে যার দেশের রাজা উনি নিজের দেশের প্রজাদের রাখা করছেন , কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো উনি ওনার দেশের নাগরিকদের এক মাস ঘরে থাকার কথা বলেছেন এবং ওনাদের সমস্ত খরচ উনি বহন করবেন বলেছেন , এই শুনে আমরা আমাদের দেশের প্রধান মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপর দোষ দিচ্ছি কিছু করছে না .... আসলে আমাদের এই অবস্থার জন্ন্যে আমরা নিজেরাই দায়ী, সঠিক টাইম এ tax দেই না , এবং সব সময় ভাবি কিকরে অসৎ উপায় টাকা ইনকাম করা যায় , কারণ টাকা থাকলেই তো সব কিছু থাকবে আমি জানি , কথা গুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব , আমাদের এক দেশে ঘরে ঘরে লড়াই , ইস্টবেঙ্গল ও মোহনবাগান নিয়ে মারপিঠ দাঙ্গা , ঘটি - বাঙালি নিয়ে দাঙ্গা লড়াই , হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা ও লড়াই , আরো কতো বলবো বলো, মানবিক বোধটুকুই নেই আমাদের , জিতে গেলে কি আমরা অস্কার পাবো ? পরিবেশের কথা ভেবে দেখো তো অক্সিজেনের কি কোনো জাত-পাত আছে ? , জলের কি কোনো কাস্ট আছে ? তবে আমরা পৃথিবীর সেস্থ জীব হয়ে কেনো পরিবেশের এতো ক্ষতি করছি ?

এখন দেশবাসীর মহা বিপদ এই বিপদে সবার পশে দাঁড়ান , নিজের কথা নিজের পরিবারের কথা শুধু না ভেবে সবার কথা ভাবুন , অজথা জিনিস্পত্তির দাম বাড়াবেন না , আপনার কর্মী আপনার পরিচয় , আর যারা মজা নিতে ভালোবাসো তোমাদের বলছি তোমাকেও নিয়ে দেখো মজা করছে কেউ , তাই ভালোকাজ করো ভালো হবেই , আমরা সবাই ভালো হলে আজ আমরাও এক মাস বসে খেতে পারতাম / যেহেতু ওটা আমাদের ভুল তাই আমরা আর ভুল করবো না আগামী ২২শে মার্চ ১৪ ঘন্টা কার্ফু পালনকরবো এক হবো আমরা আর একসাথে করোনার বিরুদ্ধে লড়বো .... আমাদের একজনের একটু ভুলের জন্যে আমরা আমাদের অনেক বিপদ ডেকে আন্তে পারি , তাই আর কোনো ভুল নয় , দূর করো করোনা .....
বন্ধনের গ্রুপ লোনা, প্রাইভেট কোম্পানি , শপিংমল , বাস , ইত্যাদি এসব কিছুদিন বন্ধ রাখা হোক মানুষ থাকলেই আমরা ইনকাম করতে পারবো তাই সবার সুরক্ষা আগে .... আর ডাক্তার নার্স , পুলিশ , প্রমুখ কে ধন্যবাদ জানাই .....


(এটি পড়ার সময়  আপনার হৃদয় থেকে পড়বেন , আর আপনার বুদ্ধিটা ভালোকাজে লাগান চিন্তা করবেন কি কি ভুল আর ঠিক, কউকে দোষ না দিয়ে নিজের দোষ আগে খুঁজে নিজে শোধরান , আমি যুক্তি তর্ক করতে আসিনি , আমি আমার দেখা কিছু কথা সেটা আপনাদের বললাম .... আর একটা কথা আপনার পড়ার পরে মনথেকে এমন কোনো কথা বা গালযুক্ত কথা বলবেন না আসা করবো আপনি ভদ্র মানুষ ভদ্রতার পরিচয় দেবেন .....)
                                                                                       ধন্যবাদ

সৌজন্যে ; Thinking Master Debasish Paul

No comments:

Post a Comment

ভবিষ্যতের আসার আলো

ভবিষ্যতের আসার আলো টাকা বাস্তব, টাকা থাকলেই সব থাকে, তাই যেমন ইচ্ছা ভাবে টাকা উপার্জন করছো ও টাকা জমাচ্ছ ভাবছো ভবিষৎ এ ভালো কাটাবে তা...