শিক্ষা যখন অন্ধকারে
কিছু দিন আগে মদের দোকান খোলাতে অনেক কথা হলো স্কুল কলেজ খোলা হলো না কেনো, শিক্ষার থেকে কি মাতাল হবে সবাই ? আমি ছোট মাথায় যেটা বুজি সেটাই লিখি একটু ....১- সরকারের করা নির্দেশ ছিল করোনা ভাইরাস থেকে বাঁচতে ঘরে থাকুন, সবাই শিক্ষিত কানে করলো না ...
২- দূরত্ব বজায় রাখতে বলাহল কেউ মানছেই না , সবাই শিক্ষিত কানে করলো না ....
৩- এই পৃথিবী সবার, এই পৃথিবী বাস্তুতন্তের মধ্যে বাধা, বইতে পোড়ানো হয়েছিল, আমরা কেউ তা না মেনে , বাস্তুতন্ত্র খারাপ করছি .... আমরা শিক্ষিত আমরা বেশি বুজি তাই ...
৪- মদের দোকান খোলা হলো সবাই ছুটে ছুটে কষ্ট করে মদ কিনলেন , 90% শিক্ষিত ছিল তাতে ....
এতো কথা বললাম এই জন্যে যদি শিক্ষিত করে অশিক্ষিত মতো কাজ কর্ম হয় তাহলে শিক্ষার কি দরকার শুনি? শুধু ভুরি ভুরি ডিগ্রি নিয়ে কি লাভ যদি নুন্নতম জ্ঞান না থাকে তো .... বড়োদের থেকেই ছোট রা শিক্ষা নেয় আজ সেই বড়োরাই বার বার ভুল করছে ..... এর পরে তো সমাজ আরো অধঃপতনেই যাবে .... এখনো সময় আছে চলুন সবাই নতুন করে নতুন সূর্য খুঁজি , দেখুন শান্তি ফিরে আসবে ....
*আমি মদ খাওয়ার প্রতিবাদ করছি না, সবকিছুর পরিমান মতো ঠিক কোনো কিছু অধিক হলেই বিপদ .....
* পড়াশুনাটা জ্ঞানের জন্যে করা ভালো , শুধু পাস করে ডিগ্রি নিয়ে কি লাভ , 10th পাস করো সঠিক জ্ঞানের সাথে দেখো উন্নতি একদিন হবে ..... শুধু চাকরির জন্যে পড়াশুনা নয়, জ্ঞানের জন্য পড়তে হবে ....
ধন্যবাদ
সৌজন্যে : Debasish Paul Thinking Master
No comments:
Post a Comment