Tuesday, June 9, 2020

ভবিষ্যতের আসার আলো

ভবিষ্যতের আসার আলো

টাকা বাস্তব, টাকা থাকলেই সব থাকে, তাই যেমন ইচ্ছা ভাবে টাকা উপার্জন করছো ও টাকা জমাচ্ছ ভাবছো ভবিষৎ এ ভালো কাটাবে তাই .... কিন্তু কখনো ভেবে দেখেছো যদি , জল , অক্সিজেন , বিদ্যুৎ , মাটি , বন্য প্রাণী, ইত্যাদি যদি না সঞ্চয় করেন তো এক সময় টাকা প্রচুর থাকবে কিন্তু,  আপনি  বা আপনার পরিবার সাউথ থাকবেন না .... জলের পিপাসায় তর্পাবেন, গরমে হাঁসফাঁশ করবেন , ঘরে ঠান্ডা মেশিন থাকবে কিন্তু বিদ্যুৎ থাকবেনা.... টাকা থাকবে কিন্তু কিন্তু খাবার কিছু পাবেন না .... যেদিকেই তাকাবেন সেইদিকেই দেখবেন সবাই জল ও অতি তাপের জন্য ছটফট করছে ..... ঠিক তখন আপনারা জেলের সাজা প্রাপ্ত আসামির  মতো আফসোস করবেন কেনো আমরা এতো ভুল করলাম প্রকৃতির সাথে....

সৃষ্টি কর্তার  সৃষ্টির প্রতিটির কোন কারণ আছেই তাই উনি সৃষ্টি করেছেন এটা বস্তুতন্তের চক্র , যারা তাদের প্রতিনিয়ত এই চক্রের কাজ করে চলছিল .... আমাদের ছোট্ট ছোট্ট ভুলের কারণে আমরা এই চক্র নষ্ট করে ফেলেছি , তাই পঙ্গপাল হানা দিয়েছে, তাপমাত্রা ক্রমশ বাড়ছে, বিষাক্ত বা ক্ষতিকারক গ্যাসের মাত্রা বাড়ছে , ইত্যাদি অনেক কিছু হচ্ছে ....

তাই সময় থাকতে থাকতে মানবিক হই আমরা পরিবেশের সবার সাথে ভালো ব্যবহার করি, নিজের স্বার্থের জন্য কখনো ভুল কিছু করব না..... গাছ লাগাবো , দূষণ কম করব , জল অপচয় বন্ধ করব, বন্য প্রাণী, পথ কুকুর বিড়াল এদের কে খেতে দেবো , জমিতে রাসায়নিক বা কীটনাশক দেয়া বন্ধ করব , পুকুরে বিষ তেল দেয়া বন্ধ করব , অবলা প্রাণী/কীট/জন্তু/জানোয়ার মারবো না যেমন - সাপ, ব্যাঙ, ইঁদুর,পাখি,কুকুর, বিড়াল, ইত্যাদি ( এরা এদের বাস্তুতন্ত্রের নিয়মে খাবার খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখবে, তাই আপনি বাস্তুতন্তের নিয়মের মধ্যে ঢুকে পরিবেশের ভারসাম্য নষ্ট করবেন না )
 (বর্তমান সময় চলতে টাকার দরকার অবশ্যই কিন্তু তার সাথে, আমাদের মানবিক হওয়াটাও দরকার, একমাত্র টাকার জন্যেই পরিবেশের এতো ক্ষতি হচ্ছে .... তাই টাকা উপার্জন করতে হবে পরিবেশ কে ঠিক রেখে )
                                                                          ধন্যবাদ

সৌজন্যে :-Debasish PAUL Thinking Master (বাড়ির এক্সট্রা জায়গা, ফেলেদেও জিনিস কাজে লাগিয়ে কি ভাবে পরিবেশের উপকার করবেন ও আপনার এক্সট্রা সময়কে কাজে লাগিয়ে কি ভাবে টাকা উপার্জন করবেন জানতে like করুন আমার পেজ ও instragram এ ... অথবা কল বা ম্যাসেজ করতে পারেন)

Sunday, May 24, 2020

কর্মই আসল ধর্ম


বর্তমান সমাজে আমরা ব্যক্তির পোশাক, রূপের বা সে কোন ধর্মের তার উপর ভিত্তি করে সেই ব্যাক্তি কে বিচার করি, যেটা আমাদের একদমই করা উচিত না .... আমরা মানুষ আমাদের কর্মই আমাদের আসল ধর্ম ও আমাদের চরিত্র হওয়া দরকার .....
                                                                                      ধন্যবাদ

সৌজন্যে-Debasish  PAUL Thinking Master 

Monday, May 18, 2020

bastob post

অতীত যতই কষ্টের হোক না কেনো, তুমি বারবার তোমার অতীত কে মনেকরবে শিক্ষা নেবে.... তা হলেই তুমি বর্তমানে ভুল কম করবে, তাহলেই তোমার ভবিষ্যৎ সুখের হবে ....
                                                                                                           
                                                                                                                        ধন্যবাদ
সৌজন্যে-Debasish  PAUL Thinking মাস্টার

Saturday, May 16, 2020

বাস মালিকের আত্মকথা

বাস মালিকের আত্মকথা.... 

আমি বাস মালিক আমার ও পরিবার আছে, ও আমি আমার পরিবার ছাড়া আরো তিনটি পরিবারের খরচ চালায়, প্রথম আমার বাস ড্রাইভারের পরিবার , দ্বিতীয় আমার বাসের টিকিট যিনি কাটেন তার পরিবার, তৃতীয় যিনি এই বাসের হেল্পার ওনার পরিবার.... বাসের মোট বসার জায়গা 40+, রোজ চাপাচাপি করে দাঁড়িয়ে ওই 80/90 জন ওঠে, দিনে তিনটে বা চারটে টিপ্ পাই, তার মধ্যে কিছু যাত্রী ভাড়া না দিয়েই নেবে যান,... তারপরে ডিজেলের দাম দিনদিন বেড়ে যাচ্ছে, কিছু যাত্রী একটাকার ভাড়া বেশি নেয়ার জন্য এমন ঝগড়া করেন যেন আমরা হাজার টাকা বেশি নিচ্ছি, তারপরে আছে ট্রাফিক সার্জেন্ট দেড় অনেক নিয়ম যাত্রীদের তাড়াহুড়ার জন্য সিগন্যাল মিস করি ও ফাইন দিতে হয়... রাস্তার অবস্থা খারাপ এর জন্য গাড়ির পরিচয্যায় অনেক টাকা খরচ হয়, তারপরে ইন্সুরেন্স, ধোঁয়া, tax , ব্যাঙ্ক ঋনে বোঝা এই সব ওই বাস থেকেই ওঠে ....

16 লক্ষ টাকা বা তার বেশি একটি বাসের দাম, অতো টাকা একবারে জোগাড় হয়না তাই ব্যাঙ্ক থেকে লোন নিতে হয় অনেক সুদে, প্রতি মাসে বাস চলুক বা না চলুক EMI দিতেই হয়, খাই বা না খাই বাসের পরিচর্যা করতেই হয়, কারণ ওটা আমার অন্নদাতা ....
অনেক দুঃখ লাগে যখন আপনারা এমন কথা বলেন, এখন কোরোনার জন্যে বাস না চালিয়েও আমাদের ড্রাইভার ও কন্ডাক্টরের খরচ দিতে হয়, বাসের পরিচর্যাও করতে হচ্ছে, আর আমরা ভাড়া ঠিক করেছি বলে আপনারা এমন বলছেন ?
আপনাদের সেবা করে আমাদের ড্রাইভার তাদের কখনো সন্মান দিয়েছেন দাদা বলে, সব সময় তুইতোকারি করে বলেন, কত মানুষের জীবন ওই ড্রাইভারের হাতে থাকে এটা একবার ও ভেবে দেখেন না আপনারা.....
আপনাদের কাছে অনুরোধ আমরাও মানুষ আমাদের ও সন্মান করুন, আমাদের ও পরিবার আছে খিদে আমাদের ও পায়,....
এই lockdown এ যদি ডিজেলের দাম কম হয় ও সরকার আমাদের ড্রাইভার ও কন্ডাক্টরের পারিশ্রমিক দেন, ও lockdown সময়ের EMI ছাড় দেন তাহলে আমরাও সাধারণ দিনের ভাড়া টেই আপনাদের সেবা দেবো দূরত্ব বজায় রেখে ....

সত্যি বলছি আমরা সুখে নেই আমাদের বাঁচান, এটা একটা বাস মালিকের মনের কথা....

                                                                                      ধন্যবাদ
সৌজন্যে-Debasish  PAUL Thinking Master (এটি অনেক বাস মলিকের কথা যা ওনারা আমাকে শুনিয়েছেন, সেগুলোই আমি আমার মতো করে লিখলাম, সবাই উপর উপর অনেক কিছুই ভাবেন ভিতরে অনেক কস্ট সবার থাকেই /)  

Wednesday, May 6, 2020

Thinking Master Post শিক্ষা যখন অন্ধকারে

শিক্ষা যখন অন্ধকারে 
কিছু দিন আগে মদের দোকান খোলাতে অনেক কথা হলো স্কুল কলেজ খোলা হলো না কেনো, শিক্ষার থেকে কি মাতাল হবে সবাই ? আমি ছোট মাথায় যেটা বুজি সেটাই লিখি একটু ....
১- সরকারের করা নির্দেশ ছিল করোনা ভাইরাস থেকে বাঁচতে ঘরে থাকুন, সবাই শিক্ষিত কানে করলো না ...
২- দূরত্ব বজায় রাখতে বলাহল কেউ মানছেই না , সবাই শিক্ষিত কানে করলো না ....
৩- এই পৃথিবী সবার, এই পৃথিবী বাস্তুতন্তের মধ্যে বাধা, বইতে পোড়ানো হয়েছিল, আমরা কেউ তা না মেনে , বাস্তুতন্ত্র খারাপ করছি .... আমরা শিক্ষিত আমরা বেশি বুজি তাই ...
৪-  মদের দোকান খোলা হলো সবাই ছুটে ছুটে কষ্ট করে মদ কিনলেন , 90% শিক্ষিত ছিল তাতে ....

এতো কথা বললাম এই জন্যে যদি শিক্ষিত করে অশিক্ষিত মতো কাজ কর্ম হয় তাহলে শিক্ষার কি দরকার শুনি? শুধু ভুরি ভুরি ডিগ্রি নিয়ে কি লাভ যদি নুন্নতম জ্ঞান  না থাকে তো .... বড়োদের থেকেই ছোট রা শিক্ষা নেয় আজ সেই বড়োরাই বার বার ভুল করছে ..... এর পরে তো সমাজ আরো অধঃপতনেই যাবে .... এখনো সময় আছে চলুন সবাই নতুন করে নতুন সূর্য খুঁজি ,  দেখুন শান্তি ফিরে আসবে ....
*আমি মদ খাওয়ার প্রতিবাদ করছি না, সবকিছুর পরিমান মতো ঠিক কোনো কিছু অধিক হলেই বিপদ .....
* পড়াশুনাটা জ্ঞানের জন্যে করা ভালো , শুধু পাস করে ডিগ্রি নিয়ে কি লাভ , 10th  পাস করো সঠিক জ্ঞানের সাথে দেখো উন্নতি একদিন হবে ..... শুধু চাকরির জন্যে পড়াশুনা নয়, জ্ঞানের জন্য পড়তে হবে ....

                                                             ধন্যবাদ

সৌজন্যে : Debasish Paul Thinking Master 

Monday, April 20, 2020

-:জীবন পাল্টে দেওয়া কিছু কথা :-

চোখের উপরথেকে পর্দা হাটাও বাস্তুতন্ত্রের রহস্য বোজো ,কারণ  তুমি পৃথিবীর শেষ্ঠজীব.... আমরা দাঙ্গা না শান্তি চাই .... হিংসা না প্রেম চাই....

(ব্রি: দ্রঃ- যুক্তিযুক্ত হলে বার্তা টা সবার মাঝে শেয়ার করবেন , ওর অসৎ বাক্য কেউ ব্যবহার করবেন না , আমি জানবো আপনি শিক্ষিত .... ভদ্রতায় আপনার পরিচয় )
                                                                 ধন্যবাদ
সৌজন্যে :- Debasish Paul Thinking MasterDP
https://www.youtube.com/channel/UCRWqzj8Yulg1US2eY08JGiA?view_as=subscriber

ভবিষ্যতের আসার আলো

ভবিষ্যতের আসার আলো টাকা বাস্তব, টাকা থাকলেই সব থাকে, তাই যেমন ইচ্ছা ভাবে টাকা উপার্জন করছো ও টাকা জমাচ্ছ ভাবছো ভবিষৎ এ ভালো কাটাবে তা...