ভবিষ্যতের আসার আলো
সৃষ্টি কর্তার সৃষ্টির প্রতিটির কোন কারণ আছেই তাই উনি সৃষ্টি করেছেন এটা বস্তুতন্তের চক্র , যারা তাদের প্রতিনিয়ত এই চক্রের কাজ করে চলছিল .... আমাদের ছোট্ট ছোট্ট ভুলের কারণে আমরা এই চক্র নষ্ট করে ফেলেছি , তাই পঙ্গপাল হানা দিয়েছে, তাপমাত্রা ক্রমশ বাড়ছে, বিষাক্ত বা ক্ষতিকারক গ্যাসের মাত্রা বাড়ছে , ইত্যাদি অনেক কিছু হচ্ছে ....
তাই সময় থাকতে থাকতে মানবিক হই আমরা পরিবেশের সবার সাথে ভালো ব্যবহার করি, নিজের স্বার্থের জন্য কখনো ভুল কিছু করব না..... গাছ লাগাবো , দূষণ কম করব , জল অপচয় বন্ধ করব, বন্য প্রাণী, পথ কুকুর বিড়াল এদের কে খেতে দেবো , জমিতে রাসায়নিক বা কীটনাশক দেয়া বন্ধ করব , পুকুরে বিষ তেল দেয়া বন্ধ করব , অবলা প্রাণী/কীট/জন্তু/জানোয়ার মারবো না যেমন - সাপ, ব্যাঙ, ইঁদুর,পাখি,কুকুর, বিড়াল, ইত্যাদি ( এরা এদের বাস্তুতন্ত্রের নিয়মে খাবার খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখবে, তাই আপনি বাস্তুতন্তের নিয়মের মধ্যে ঢুকে পরিবেশের ভারসাম্য নষ্ট করবেন না )
(বর্তমান সময় চলতে টাকার দরকার অবশ্যই কিন্তু তার সাথে, আমাদের মানবিক হওয়াটাও দরকার, একমাত্র টাকার জন্যেই পরিবেশের এতো ক্ষতি হচ্ছে .... তাই টাকা উপার্জন করতে হবে পরিবেশ কে ঠিক রেখে )
ধন্যবাদ
সৌজন্যে :-Debasish PAUL Thinking Master (বাড়ির এক্সট্রা জায়গা, ফেলেদেও জিনিস কাজে লাগিয়ে কি ভাবে পরিবেশের উপকার করবেন ও আপনার এক্সট্রা সময়কে কাজে লাগিয়ে কি ভাবে টাকা উপার্জন করবেন জানতে like করুন আমার পেজ ও instragram এ ... অথবা কল বা ম্যাসেজ করতে পারেন)