Tuesday, June 9, 2020

ভবিষ্যতের আসার আলো

ভবিষ্যতের আসার আলো

টাকা বাস্তব, টাকা থাকলেই সব থাকে, তাই যেমন ইচ্ছা ভাবে টাকা উপার্জন করছো ও টাকা জমাচ্ছ ভাবছো ভবিষৎ এ ভালো কাটাবে তাই .... কিন্তু কখনো ভেবে দেখেছো যদি , জল , অক্সিজেন , বিদ্যুৎ , মাটি , বন্য প্রাণী, ইত্যাদি যদি না সঞ্চয় করেন তো এক সময় টাকা প্রচুর থাকবে কিন্তু,  আপনি  বা আপনার পরিবার সাউথ থাকবেন না .... জলের পিপাসায় তর্পাবেন, গরমে হাঁসফাঁশ করবেন , ঘরে ঠান্ডা মেশিন থাকবে কিন্তু বিদ্যুৎ থাকবেনা.... টাকা থাকবে কিন্তু কিন্তু খাবার কিছু পাবেন না .... যেদিকেই তাকাবেন সেইদিকেই দেখবেন সবাই জল ও অতি তাপের জন্য ছটফট করছে ..... ঠিক তখন আপনারা জেলের সাজা প্রাপ্ত আসামির  মতো আফসোস করবেন কেনো আমরা এতো ভুল করলাম প্রকৃতির সাথে....

সৃষ্টি কর্তার  সৃষ্টির প্রতিটির কোন কারণ আছেই তাই উনি সৃষ্টি করেছেন এটা বস্তুতন্তের চক্র , যারা তাদের প্রতিনিয়ত এই চক্রের কাজ করে চলছিল .... আমাদের ছোট্ট ছোট্ট ভুলের কারণে আমরা এই চক্র নষ্ট করে ফেলেছি , তাই পঙ্গপাল হানা দিয়েছে, তাপমাত্রা ক্রমশ বাড়ছে, বিষাক্ত বা ক্ষতিকারক গ্যাসের মাত্রা বাড়ছে , ইত্যাদি অনেক কিছু হচ্ছে ....

তাই সময় থাকতে থাকতে মানবিক হই আমরা পরিবেশের সবার সাথে ভালো ব্যবহার করি, নিজের স্বার্থের জন্য কখনো ভুল কিছু করব না..... গাছ লাগাবো , দূষণ কম করব , জল অপচয় বন্ধ করব, বন্য প্রাণী, পথ কুকুর বিড়াল এদের কে খেতে দেবো , জমিতে রাসায়নিক বা কীটনাশক দেয়া বন্ধ করব , পুকুরে বিষ তেল দেয়া বন্ধ করব , অবলা প্রাণী/কীট/জন্তু/জানোয়ার মারবো না যেমন - সাপ, ব্যাঙ, ইঁদুর,পাখি,কুকুর, বিড়াল, ইত্যাদি ( এরা এদের বাস্তুতন্ত্রের নিয়মে খাবার খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখবে, তাই আপনি বাস্তুতন্তের নিয়মের মধ্যে ঢুকে পরিবেশের ভারসাম্য নষ্ট করবেন না )
 (বর্তমান সময় চলতে টাকার দরকার অবশ্যই কিন্তু তার সাথে, আমাদের মানবিক হওয়াটাও দরকার, একমাত্র টাকার জন্যেই পরিবেশের এতো ক্ষতি হচ্ছে .... তাই টাকা উপার্জন করতে হবে পরিবেশ কে ঠিক রেখে )
                                                                          ধন্যবাদ

সৌজন্যে :-Debasish PAUL Thinking Master (বাড়ির এক্সট্রা জায়গা, ফেলেদেও জিনিস কাজে লাগিয়ে কি ভাবে পরিবেশের উপকার করবেন ও আপনার এক্সট্রা সময়কে কাজে লাগিয়ে কি ভাবে টাকা উপার্জন করবেন জানতে like করুন আমার পেজ ও instragram এ ... অথবা কল বা ম্যাসেজ করতে পারেন)

ভবিষ্যতের আসার আলো

ভবিষ্যতের আসার আলো টাকা বাস্তব, টাকা থাকলেই সব থাকে, তাই যেমন ইচ্ছা ভাবে টাকা উপার্জন করছো ও টাকা জমাচ্ছ ভাবছো ভবিষৎ এ ভালো কাটাবে তা...